ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নীলা হত্যা: মিজানুরের ১০ দিন রিমান্ড চায় পুলিশ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:৩৮, ২৬ সেপ্টেম্বর ২০২০
নীলা হত্যা: মিজানুরের ১০ দিন রিমান্ড চায় পুলিশ

সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যার প্রধান আসামি মিজানুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় মামলার প্রধান আসামি মিজানুরের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এর আগে বেলা ১২টার দিকে সাভার মডেল থানা চত্তরে প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিষয়টি জানান।

পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার যৌথ প্রচেষ্টায় প্রধান আসামি মিজানুর রহমানসহ আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মিজানুরের বাবা আব্দুর রহমান, তার মা নাজমুন নাহার ও সহযোগী সেলিম পালোয়ান রয়েছেন।

তবে গতকাল শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে মিজানুরের সঙ্গে সাকিব ও জয় নামে আরো দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম নিশ্চিত করলেও পুলিশ সুপার এব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাব্বির/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়