ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যশোর সদরে আ.লীগের প্রার্থী নীরা ও বিএনপির নূরুন্নবী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ২৭ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:০০, ২৭ সেপ্টেম্বর ২০২০
যশোর সদরে আ.লীগের প্রার্থী নীরা ও বিএনপির নূরুন্নবী

যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ৪ জন মনোনয়নপত্র জমা দিলেও বৈধতা পেয়েছেন মাত্র ২ জন।

এরা হচ্ছেন- আওয়ামী লীগের প্রার্থী নূরজাহান ইসলাম নীরা ও বিএনপির প্রার্থী নূরুন্নবী। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ দুই প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

অন্যদিকে মনোনয়নপত্রের সঙ্গে ভোটার তালিকা ও হলফনামায় ভুল তথ্য থাকায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিতকুমার নাথ ও বিএনপি নেতা সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকতা হুমায়ুন কবীর।

তিনি জানান, মোহিতকুমার নাথের সরবরাহকৃত ভোটার তালিকার একজন নিজে স্বাক্ষর করেননি- বিষয়টি নিশ্চিত হয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।  সিরাজুল ইসলামের ভোটার তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর থাকায় বাতিল হয়েছে।  এ ছাড়াও তার হলফনামায় অসঙ্গতি ছিল।

যশোর সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার গত ১৪ জুলাই যশোর -৬ আসনের সংসদীয় উপনির্বাচনে অংশ নেয়ার কারণে পদত্যাগ করেন। 

গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন এই পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।  তফসিল অনুযায়ী- ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা ও ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই, ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা।

আগামী ২০ অক্টোবর যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদের উপ নির্বাচন।  এ নির্বাচন সামনে রেখে সরব হয়ে উঠেছে যশোরের রাজনৈতিক মাঠ ।

যশোর/রিটন/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়