ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খুলনা ডিসি অফিস ঘেরাও 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২৭ সেপ্টেম্বর ২০২০  
রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবিতে খুলনা ডিসি অফিস ঘেরাও 

দেশের বন্ধ করে দেওযা ২৫টি পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু, শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধসহ ১৪ দফা দাবিতে খুলনার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ।  

ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন, এই পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা। এ সময় পরিষদের নেতারা বলেন, বিজিএমসির (বাংলাদেশ পাটকল করপোরেশন) দুর্নীতি ও লুটপাটের কারণে পাটকলে লোকসান হয়েছে। লুটপাটের জন্যই পাটকল ও পাটশিল্প আজ ধ্বংসের পথে। অথচ লোকসানের দায় সাধারণ পাটকল শ্রমিকদের ওপর চাপাচ্ছে সরকার। 

অবিলম্বে পাটকল চালুর দাবি জানিয়ে তারা বলেন, করোনা মহামারিতে সরকারি পাটকল বন্ধ করে দেওয়ায় অনেক শ্রমিক এখনও কাজ জোগাড় করতে না পেরে বেকার জীবন পার করছে। 

তারা আরও বলেন, ২৫টি পাটকল বন্ধ করা সরকারের সিন্ধান্ত। আর বন্ধের জন্য এই করোনাকালকে বেছে নিয়েছে; যাতে শ্রমিকরা আন্দোলন করতে না পারে। দ্রুত বন্ধ পাটকলগুলো চালুর দাবি করেন তারা।
 

নুরুজ্জামান/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়