ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ধর্ষণের ‘মিথ্যা মামলা’ করায় বাদীর ৫ বছর কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০২০
ধর্ষণের ‘মিথ্যা মামলা’ করায় বাদীর ৫ বছর কারাদণ্ড

জয়পুরহাটে শিশু ধর্ষণের ‘মিথ্যা মামলা’ করার দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. রুস্তম আলী জনার্কীণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোরশেদুল সরকার জয়পুরহাটের কালাই উপজেলার ভূগোইল গ্রামের খয়রাত জামানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ এপ্রিল বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবা মোরশেদুল সরকার বাদী হয়ে একই গ্রামের মেহেদী হাসানের (৩৪) বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ মে পুলিশ আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করে।

আদালতে মামলার বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধ ছিল বলে মেহেদী হাসানকে শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করেছেন মোরশেদুল সরকার।

এমন মিথ্যা মামলা করায় মোরশেদুলকে কারাদণ্ড এবং একই সঙ্গে মামলা থেকে মেহেদী হাসানকে অব্যাহতির আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক। এ মামলায় আসামিপক্ষের আইনজীবী হেনা কবীর ও বাদীপক্ষের সরকারি আইনজীবী ফিরোজা চৌধূরী এর সত্যতা নিশ্চিত করেছেন। 
 

শামীম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়