ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পদ্মা রিসোর্টের ২ একর জমি নদীগর্ভে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ১ অক্টোবর ২০২০  
পদ্মা রিসোর্টের ২ একর জমি নদীগর্ভে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবস্থিত ‘পদ্মা রিসোর্ট’ এর দুই একর জমি নদীতে বিলীন হয়ে গেছে। সরিয়ে নেওয়া হচ্ছে রিসোর্টের কটেজগুলো। ইতোমধ‌্যে বন্ধ ঘোষণা করা হয়েছে বিনোদন কেন্দ্রটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে পদ্মা রিসোর্টের পরিচালক সাদেক হোসেন মান্নান জানান, এদিনে সকাল থেকে পদ্মায় ভাঙন শুরু হয়। এতে রিসোর্টের চার একর জমির মধ্যে দুই একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 

ক্ষতি কমাতে ইতোমধ‌্যে ১৬টি কটেজের ১২টি খুলে নেওয়া হয়েছে। বাকি চারটিও খুলে অন‌্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছে। এছাড়া কজেটের সমস্ত মালামাল ইতোমধ‌্যে সরিয়ে ফেলা হয়েছে বলে জানান মান্নান।

তিনি বলেন, ‘আমাদের প্রচুর ক্ষতি হলো। রিসোর্টটি অনেকেই চেনেন এবং বেড়াতে আসেন। ভাঙন থামার পর যদি জমির কিছু অবশিষ্ট থাকে, তাহলে আবারও রিসোর্ট নির্মাণ করা হবে।’

এদিকে, চলতি বছর পদ্মার ভাঙনে ইতোমধ্যে লৌহজং উপজেলার আটটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে।

রতন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়