ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মানিকগঞ্জে লাইসেন্সহীন হাসপাতাল বন্ধের নির্দেশ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১ অক্টোবর ২০২০  
মানিকগঞ্জে লাইসেন্সহীন হাসপাতাল বন্ধের নির্দেশ

মানিকগঞ্জে পৌর এলাকায় আল মদিনা নামের একটি লাইসেন্সহীন হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন কার্যালয়। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, লাইসেন্স হীন অবস্থায় পরিচালনার দায়ে আল মদিনা হাসপাতালকে সকল কার্যক্রম বন্ধ রাখার পত্র দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানায়, লাইসেন্স বিহীন হাসপাতাল/ক্লিনিক পরিচালনা স্বাস্থ্য বিধি ২০১০ ও প্রাইভেট প্র্যাকটিস অ‌্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অ‌্যাক্ট ১৯৮২ মোবাবেক দণ্ডনীয় অপরাধ। এ অপরাধের কারণে লাইসেন্স না পাওয়া পর্যন্ত হাসপাতালটির কার্যক্রম বন্ধ রাখার জন্য সিভিল সার্জন আল মদিনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ দেওয়া হয়েছে।

আল মদিনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আরশেদ আলী সিভিল সার্জন কর্তৃক হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ রাখার পত্র পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

চন্দন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়