ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জগন্নাথপুরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১০ অক্টোবর ২০২০   আপডেট: ১০:৪৫, ১০ অক্টোবর ২০২০
জগন্নাথপুরে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। তবে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম।

উপ-নির্বাচনে মেয়র পদে মোট ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— সরকার দল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র আবদুল মনাফের ছেলে আবুল হোসেন সেলিম (জগ), বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদ (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী আবিবুল বারী আয়হান (মোবাইল)।

জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৫’শ ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৩৮ ও নারী ভোটার ১৪ হাজার ২২১ জন।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি কম।  আশা করা যাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফের মৃত্যু হলে মেয়র পদ শূন্য হয়ে যায়। পরে শূন্য পদে গত ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।  তখন এ ৪ প্রার্থী অংশ নিয়েছিলেন। সেসময় করোনার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। তবে চলতি বছরের ডিসেম্বরে ৫ বছরের জন্য পূর্ণ নির্বাচন হওয়ার কথাও রয়েছে। সে হিসেবে এ নির্বাচনে বিজয়ী মেয়র প্রায় মাত্র ২ মাস সময় পাবেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১টি কেন্দ্রের ৭২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

আল আমিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়