ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হবিগঞ্জে ৫ আলু ব্যবসায়ীকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৮ অক্টোবর ২০২০  
হবিগঞ্জে ৫ আলু ব্যবসায়ীকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বেশিদামে আলু বিক্রি করায় পাঁচ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানান শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম। তিনি শায়েস্তাগঞ্জ থানা ভবনের কাছে আড়তে অভিযান চালিয়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মকছুদ আলী, আক্তার আলী, আলতাব আলী ও রফিক মিয়াকে এই জরিমানা করেন।

তিনি বলেন, সরকার আলুর দাম নির্ধারণ করে দিয়েছে। এক শ্রেণির ব্যবসায়ী তা না মেনে বেশিদামে আলু বিক্রি করছে। এ কারণে ভোক্তা অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে।

শায়েস্তাগঞ্জের বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছিল ৫৫ থেকে ৬০ টাকায়। অভিযানে পর তা কিছুটা কমতে শুরু করেছে। খুচরা পর্যায়ে প্রতিকেজি আলুর দাম ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদফতর। তিনস্তরে আলুর দাম নির্ধারণ করা হয়েছে।

কৃষি বিপণন অধিদফতরের নির্দেশনায় বলা হয়েছে, দেশে আলুর পর্যাপ্ত মজুদ থাকায় খুচরা পর্যায়ে প্রতিকেজি আলু ৩০ টাকায় বিক্রি করতে হবে। পাইকারি পর্যায়ে ২৫ টাকা, আর হিমাগার পর্যায়ে কেজি ২৩ টাকায় বিক্রি করতে হবে। 
 

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়