ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দুষ্টুমির ছলে পায়ুপথে বাতাস, বৃদ্ধ হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, রংপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ২২:৪২, ২১ অক্টোবর ২০২০
দুষ্টুমির ছলে পায়ুপথে বাতাস, বৃদ্ধ হাসপাতালে

রংপুরে দুষ্টুমির ছলে মহির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দিয়েছে তার সহকর্মী। বর্তমানে মহির উদ্দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুলি এলাকার জমজম ফিড মিলে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে ফিড মিলের মেশিন পরিষ্কার করার হাওয়ার মেশিনের পাইপ মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেয় আরেক শ্রমিক রশিদুল ইসলাম (৫০)। এক পর্যায়ে বাতাস ঢুকে পেট ফুলে গেলে মহির উদ্দিন অসুস্থ হয়ে পড়ে। রশিদুল তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে মাহিগঞ্জ থানা পুলিশ। এ খবরে গা-ঢাকা দিয়েছেন রশিদুল।

মিলের মালিক আব্দুল মতিন জানান, বিকেল ৪টার দিকে মহির উদ্দিনের অপারেশন হয়েছে। এরপর থেকে তাকে নিবীড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার প্রকৃত অবস্থা জানতে আরও সময় লাগবে।

মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান বলেন, বাতাস ঢুকানোর বিষয়টি দুষ্টুমিছলে করা হয়েছে, নাকি এর মধ্যে অন্য কিছু আছে- তা খতিয়ে দেখা হচ্ছে।
 

নজরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়