ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিরাজগঞ্জে ১২৩ জেলের কারাদণ্ড, ৭৮ হাজার মিটার জালে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১৮:৪৯, ২২ অক্টোবর ২০২০
সিরাজগঞ্জে ১২৩ জেলের কারাদণ্ড, ৭৮ হাজার মিটার জালে আগুন

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে চৌহালী ও বেলকুচি উপজেলায় অভিযান চালিয়ে ১২৩ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত। 

এসব অভিযানে ৭৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সেসময় ১০৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে সেসব ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্ত ১২৩ জেলের মধ‌্যে ৯০ জনকে এক বছর করে ও ৩৩ জেলেকে ১৪ দিন করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা শাহেদ আলী রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চৌহালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন ও বেলকুচির উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান এই কারাদণ্ড দেন। পরে তাদেরকে পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

চৌহালী উপজেলার ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে রাত-দিন যমুনা নদীতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১২৩ জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন বলেন, ‘১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদীতে মাছ ধরার ওপর নিষেধ দিয়েছে সরকার। সরকারি নির্দেশে নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মাছ ধরার চেষ্টা করলেই কারাদণ্ড পেতে হবে জেলেদের।’

অদিত্য রাসেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়