ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সিলেটের কিছু এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৩, ২৮ অক্টোবর ২০২০   আপডেট: ০১:১০, ২৮ অক্টোবর ২০২০
সিলেটের কিছু এলাকায় বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আট ঘণ্টা ৩৩/১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এলাকাগুলো হচ্ছে-কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরের চক, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংকা নয়াবস্তি ও সংলগ্ন এলাকা।

উন্নয়নকাজ শেষ হওয়া মাত্রই এসব এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

নোমান/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়