ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লালমনিরহাটে পিটিয়ে হত্যার মামলায় ৫ জন রিমান্ডে

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৩ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:০৫, ৩ নভেম্বর ২০২০
লালমনিরহাটে পিটিয়ে হত্যার মামলায় ৫ জন রিমান্ডে

লালমনিরহাটের বুড়িমারি বন্দর এলাকায় শহিদুন্নবী জুয়েল নামের এক ব‌্যক্তিকে পিটিয়ে হত‌্যার মামলায় ৫ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) লালমনিরটাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট ফেরদৌসি বেগম তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গত রোববার মধ্যরাতে বুড়িমারির ইসমাইল হোসেনের ছেলে আশরাফুল আলম (২২) ও বায়েজিদ (২৪), ইউসুব আলী ওরফে অলি হোসেনের ছেলে রফিক (২০), আবুল হাসেমের ছেলে মাসুম আলী (৩৫) এবং সামছিজুল হকের ছেলে শফিকুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, লালমনিরহাট জেলা প্রশাসন গঠিত তদন্তদলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট টিএমএ মনিন সাংবাদিকদের জানিয়েছেন, বুড়িমারিতে ধর্ম অবমাননার প্রমাণ মেলেনি।

উল্লেখ‌্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শহিদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। পরে মৃতদেহ আগুনে পুড়িয়ে ফেলে তারা। জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুরের একটি স্কুলে লাইব্রেরিয়ান ছিলেন। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে চাকরি হারাতে হয়। 

ফারুক/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়