RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৮ জমাদিউস সানি ১৪৪২

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় ইমাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৫ নভেম্বর ২০২০  
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় ইমাম গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলায় আতিকুল ইসলাম (৩০) নামে মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, বুধবার সকালে তারাগঞ্জ উপজেলার একটি গ্রামে মসজিদের মক্তবে পড়তে যায় প্রতিবন্ধী শিশুটি। বিশ্রাম ঘরে ওই তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে ওই মসজিদের ইমাম আতিকুল ইসলাম। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করলে বুধবার রাতেই আতিকুলকে গ্রেপ্তার করা হয়। 

আতিকুল ইসলাম উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মেনানগর বড় জুম্মাপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে। দেড় বছর আগে ওই মসজিদে ইমাম হিসেবে যোগ দেয় সে। নামাজ পড়ানোর পাশাপাশি সকালে মসজিদের মক্তবে স্থানীয় শিশু-কিশোরদের আরবি শিক্ষা দিতো সে।

শিশুটির বাবার অভিযোগ, তার মেয়ে প্রতিদিনের মতো মক্তবে গিয়েছিল। বুধবার মসজিদের ইমাম তার বিশ্রাম কক্ষে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন ওই শিশুকে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে শিশুটির ওপর নির্যাতনের আলামত পাওয়া গেছে। আরও পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক তথ্য জানানো হবে।

তারাগঞ্জ থানার ওসি জানিয়েছেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

নজরুল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়