ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২

কালিয়াকৈর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:১৬, ৭ নভেম্বর ২০২০
গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২

গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি এলাকায় যাত্রীবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে মাসুদ মিয়া (২৭)নামে আরও একজন মারা গেছেন।

এর আগে সকালে করিমা আক্তার (৩৫) নামে এক নারী ঘটনাস্থলে নিহত হন।

শনিবার (৭ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে জয়দেবপুর-উত্তরবঙ্গ রেলপথের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী।

থানা পরিদর্শক (তদন্ত) জানান, ঢাকাগামী নীলসাগর ট্রেনটি সোনাখালি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেললাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও সে সময় ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই করিমা আক্তার নামে বাসের এক নারী যাত্রী নিহত এবং অপর চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মিয়া মারা যান।

এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার পর সকাল সাড়ে ৯টা থেকে জয়দেবপুর-উত্তরবঙ্গ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইন্দ্রজিৎ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়