ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাজশাহী বিভাগে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২১ নভেম্বর ২০২০  
রাজশাহী বিভাগে একদিনে করোনায় ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

একমাসেরও বেশি সময় পর রাজশাহী বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ তিন জনের মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) তাদের মৃত‌্যু হয়।

এর আগে গত ১৮ অক্টোবর বিভাগে তিন জনের মৃত্যু হয়। এরপর বিভাগে একদিনে দুই জনের বেশি মৃত্যু হয়নি। তবে শুক্রবার বগুড়ায় একজন ও নওগাঁয় দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৩১ জনে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২০০ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাত জন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিভাগে নতুন ৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদিন বিভাগে সুস্থ হয়েছেন ৪২ জন।

বিভাগে এখন মোট আক্রান্তদের সংখ্যা ২২ হাজার ২৮ জন। এদের মধ্যে ২০ হাজার ৩৮৮ জন সুস্থ হয়েছেন। বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৫৭৬ জন।

তানজিমুল হক/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়