RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৫ ১৪২৭ ||  ০৪ জমাদিউস সানি ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সা চালক হত্যার মূল আসামী আলী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ২৪ নভেম্বর ২০২০  
চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সা চালক হত্যার মূল আসামী আলী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটোরিক্সা চালক তাজিমুল হত্যাকাণ্ডের মূল আসামী হযরত আলীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকার মিরপুর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গোমস্তফাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান সোমবার রাতে নাচোল থানায় গণমাধ্যম কর্মীদের এক প্রেস ব্রিফিংয়ে জানান, এ হত্যাকাণ্ডের সাথে হযরত আলী জড়িত এবং মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তার অবস্থান পুলিশ নিশ্চিত হয় এবং ঢাকা থেকে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়। তবে অন্য আর কেউ এ ঘটনার সাথে জড়িত আছে কিনা, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে বলেও তিনি নিশ্চিত করেন।

তবে অপর আসামী রুবেলকে আটকের বিষয়টি স্বীকার করলেও কিভাবে সে থানা থেকে পালিয়ে গেছে এ বিষয়ে তার কিছুই জানা নেই বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে রুবেলকে গ্রেফতার করা হবে। পাশাপাশি এ হত্যাকাণ্ডের বিষয়ে আরও অধিক তদন্ত করা হচ্ছে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জহুরুল/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়