ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাগুরায় ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মাগুরা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০৪, ২৬ নভেম্বর ২০২০  
মাগুরায় ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

মাগুরায় তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বব) দুপুরে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় আলাদাভাবে অভিযানগুলো পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলার ধলহারা গ্রামে এসএসবি ও এনএফবি নামে দুটি ভাটায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি। 

তিনি জানান, ভাটা দুটিতে টিনের চিমনির চুল্লিতে জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছিল। তাদের পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন থেকে শুরু যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বা ছাড়পত্র লাগে তার কিছুই পাওয়া যায়নি। এ কারণে প্রতিটি ভাটায় এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা নগদ জরিমানা করা হয়। একই সাথে ভাটা বন্ধ করতে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামে একটি ভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই ইট ভাটাতেও জ্বালানি কাঠ পোড়ানো হচ্ছিল। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির।

শাহীন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়