ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নরসিংদীতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:৪৩, ২ ডিসেম্বর ২০২০
নরসিংদীতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে

নরসিংদীতে সবজির পাইকারি বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়ছে। এর ফলে প্রতিদিনই কমছে সবধরনের শাকসবজির দাম। এতে স্বস্থির নি:শ্বাস ফেলছেন সাধারণ ক্রেতারা।

মৌসুমের শুরুতে অতিবৃষ্টির কারণে শীতের আগাম সবজির আশাব্যঞ্জক ফলন না পেলেও এখন সবধরনের সবজির উৎপাদন বাড়ছে। যার ফলে বাজারে প্রতি দিনই কমে আসছে সবধরনের শাকসবজির দাম।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সাড়ে ৯ হাজার ৯৮৩ হেক্টর জমি। এরমধ্যে ৮ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে। তবে এ জেলার ছয় উপজেলায় শীতকালীন আগাম শাকসবজি আবাদ করেও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় কৃষক। এতে সবজির বাজারগুলোতে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে যায় শীতকালীন শাকসবজির। অতিবৃষ্টি কাটিয়ে দফায় দফায় চারা তৈরির পর এখন শাকসবজির উৎপাদন বাড়িয়েছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে ফুলকপি, বাধাকপি, লালশাক, লাউ, মুলা, সিম, ঢেড়শ, ধুনদুল,মিষ্টি কুমড়া ও বেগুনসহ অন্যান্য শীতকালীন সবজি।

শিবপুর উপজেলার পালপাড়া এলাকার কৃষক হাসিম মিয়া বলেন, ‘বৃষ্টির কারণে শীতের আগাম সবজির ফলন না হলেও আবহাওয়া অনুকূলে থাকায় এখন সবধরণের সবজিই বাজারে পাওয়া যাচ্ছে। শীতের শুরুতে সবজির উৎপাদন কম থাকায় পাইকারি বাজারগুলোতে সবজির দাম একটু বেশি ছিল। এখন সবধরনের শাকসবজির সরবরাহ বাড়ছে। তাই বাজারেও দাম কমতে শুরু করছে।’

একই উপজেলার কুন্দারপাড়া গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘এবছর বৃষ্টির কারণে শীতের আগাম সবজি উৎপাদন না হওয়ায় সবজি চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন উৎপাদন বাড়ছে তবে দাম যদি বেশি কমে যায় আবারও লোকসান গুনতে হবে। গত দুই সপ্তাহে সবধরনের সবজি প্রতি কেজিতে ১০ থেকে ৩০ টাকা কমেছে। তবে পুরোদমে সবজির উৎপাদন শুরু হলে দাম আরও কমে আসবে।’

নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক শোভন কুমার ধর জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে সবজির পুরো উৎপাদন শুরু হলে সবজির দাম আরও সহনীয় পর্যায়ে চলে আসবে। উৎপাদন কম হলে দাম বেশি পেলেও কৃষকরা লাভবান হতে পারেন না। আশাব্যঞ্জক ফলন পাওয়া গেলে দাম কিছুটা কম হলেও কৃষকরা লাভবান হবেন।

মাহমুদ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়