ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভাসানচরে ১৬৪২ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৩৩, ৪ ডিসেম্বর ২০২০

প্রথম ধাপে নারী-পুরুষ-শিশুসহ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন ১৬৪২ জন রোহিঙ্গা।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে সাতটি জাহাজে করে ভাসানচরে পৌঁছান তারা। এর আগে কক্সবাজারের উখিয়া থেকে তাদের নিয়ে চট্টগ্রাম হয়ে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় সাতটি জাহাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, ভাসানচরে আসা রোহিঙ্গাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তারপর ওয়ার হাউজে নৌবাহিনীর কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্রিফিং করেন। পরে প্রস্তুত রাখা ৭, ৮, ৯ ও১০ নম্বর ক্লাস্টারে তাদের থাকার ব‌্যবস্থা করা হয়। 

জানা গেছে, আগামী এক সপ্তাহ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে পৌঁছানো রোহিঙ্গাদের রান্না করে খাওয়ানো হবে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুটো জাহাজে করে ভাসানচরে আসা রোহিঙ্গাদের ১০১৯টি লাগেজ পৌঁছে দেওয়া হয়।

নোয়াখালী জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের সহযোগীতা ও নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের বিভিন্ন ইউনিটের প্রায় ৩০০ জন সদস্য কাজ করছে।

প্রথম ধাপে ভাসানচরে পাঠানো রোহিঙ্গাদের মধ্যে ৩৬৮ জন পুরুষ, ৪৬৪ জন নারী ও ৮১০ জন শিশু রয়েছে। এছাড়া ২২টি এনজিও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে ভাসানচরে অবস্থান করছে।

মাওলা সুজন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়