ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মুকসুদপুরে বিক্ষোভ 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১১ ডিসেম্বর ২০২০  
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মুকসুদপুরে বিক্ষোভ 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় পুরাতন মুকসুদপুর বাজারে ঢাকা-খুলনা সড়কের ওপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানবনবন্ধন কর্মসূচি পালন করে।

এসময় বক্তরা বলেন, বিএনপি-জামাত এখনও দেশে অরাজগতা সৃষ্টি করে চলছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে স্বাধীনতা ও দেশের ওপর হামলা চালানো হচ্ছে। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করার পাশাপশি জেলায় জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবি জানাই।

পরে ওই স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর মুন্সী। গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য শাহারিয়ার বিপ্লব, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কৌশিক আহমেদ সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াজ মিয়া, ইউপি সদস্য কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহারিয়ার কিরণ, ছাত্র লীগ নেতা শেখ মুহাম্মদ মানোয়ার বক্তব্য রাখেন।

বাদল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়