ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বান্দরবানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩

বান্দরবান প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৪ ডিসেম্বর ২০২০  
বান্দরবানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে সোমবার (১৪ ডিসেম্বর) সকালে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই রোহিঙ্গাসহ তিন মাদক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার তিন মাদক চোরাচালানি হলেন, ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে জিয়াউল হক (২৮), বালুখালীর ২০নং রোহিঙ্গা ক্যাম্পের তবারক আলীর ছেলে নুর মোহাম্মদ (২০) ও ২নং রোহিঙ্গা ক্যাম্পের হাসেম মূল্লার ছেলে ছৈয়াদ কাসেম (২১)। 

ওসি মুহাম্মদ আলমগীর হোসেন জানান, জিয়াউল হককে ৪৮ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ ঘুমধুম বেতবুনিয়া হেডম্যন পাড়া এলাকা থেকে, নুর মোহাম্মদকে ৯ হাজার ৫০ পিস ইয়াবাসহ ঘুমধুম টিভি টাওয়ার এলাকা থেকে ও ছৈয়াদ কাসেমকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ একই এলাকা থেকে আটক করা হয়। 

ওসি বলেন, ইয়াবাগুলো নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে থেকে নিয়ে আসা হচ্ছিলো। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  
 

বাসু/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়