ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ৩১ ডিসেম্বর ২০২০  
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এই উপজেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন।

সহকারী আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে। এদিন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মো. আনিসুর রহমান আরও জানান, উপজেলাজুড়ে মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে। এই মৃদু শৈত্যপ্রবাহের কারণেও শীত বেড়েছে। কয়েক দিনের মধ্যে শীত আরও বাড়বে বলে তিনি জানান।

সাইফুল্লাহ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়