ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাহুবলে পাখি শিকারীর কারাদণ্ড 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১১:৪৩, ৪ জানুয়ারি ২০২১
বাহুবলে পাখি শিকারীর কারাদণ্ড 

হবিগঞ্জ জেলার বাহুবলে গাং ঠেঠা পাখি শিকারী রবি আহমেদকে (২৭) ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৩ জানুয়ারি) বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা তালুকদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রবি আহমেদকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার নবীগঞ্জ  উপজেলার বালিধারা গ্রামের মস্তফা মিয়ার ছেলে।

সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী।

ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী জানান, রোববারে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের  কল্যাণপুর এলাকা অভিযান চালানো হয়।  এ অভিযানে কল্যাণপুরে বিক্রিকালে ৫টি গাং ঠেঠা পাখি রবিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।  

পরে বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাখিসহ রনিকে নিয়ে আসলে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সার্বিক সহায়তায় ছিলেন বাহুবল মডেল থানা ও হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের। জব্দ করা পাখিগুলোকে অবমুক্ত করেন ইউএনও স্নিগ্ধা তালুকদার।

ফরেস্টার আরও জানান, রনিসহ একটি চক্র দীর্ঘদিন ধরে পাখি শিকার করে আসছে। এতে করে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। পরিবেশের ভারসাম‌্য রক্ষার্থে এমন অভিযান অব‌্যাহত থাকবে।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়