ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রংপুরে হিন্দু পাড়ায় তাণ্ডব: ৪৪ আসামির জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, রংপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৫ জানুয়ারি ২০২১  
রংপুরে হিন্দু পাড়ায় তাণ্ডব: ৪৪ আসামির জামিন নামঞ্জুর

রংপুরের সদর উপজেলার ঠাকুরদাস হিন্দু পাড়ায় হামলা চালানোর মামলায় ৪৪ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সোয়েবুর রহমান এ আদেশ দেন। এর আগে ৪৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী কাওছার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের মিথ্যা মামলায় জড়িয়েছে পুলিশ। জামিনের আবেদন করা হলে আদালত উভয় পক্ষের শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। পরে কঠোর পুলিশি প্রহরায় তাদের জেল হাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, সনাতন ধর্মী টিটু নামে এক যুবক ধর্ম অবমাননা করে ফেসবুকে স্ট‌্যাটাস দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ২০১৭ সালের ১০ নভেম্বর ঠাকুরপাড়ায় এক দল উচ্ছৃঙ্খল মানুষ হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও মালামাল লুট করে। 

এ ঘটনায় গঙ্গচড়া থানায় একটি মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে ২৬৮ জনের নামে চার্জশিট দাখিল করে। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

নজরুল মৃধা/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়