ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইউএনওর আশ্বাসেও ঘর পেলেন না একরামুল

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৫, ১১ জানুয়ারি ২০২১   আপডেট: ২৩:৪২, ১১ জানুয়ারি ২০২১
ইউএনওর আশ্বাসেও ঘর পেলেন না একরামুল

লালমনিরহটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মৃত ফছির উদ্দিনের ছেলে একরামুল। সম্বল বলতে ছিল পৈত্রিক আট শতাংশ জমি। তার মধ‌্যে পাঁচ শতাংশ জমি কমিউনিটি ক্লিনিক করতে সরকারকে লিখে দেন। সেখানে এখন ফকিরটারি কমিউনিটি ক্লিনিক।

এসএসসি পাশ একরামুল কাজ করেন অন্যের দোকানে। কখনও রিকশা ভ্যান চালান। 

এর আগে একরামুলের জীবন নিয়ে রাইজিংবিডিতে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

এরপর আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন একরামুলকে নিজ অফিসে ডাকেন। তার দুর্দশার কথা শুনে একটি ঘর বরাদ্দের দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করেও কোনো ফল হয়নি। 

একরামুল জানায়, তাকে বিভিন্ন সময় ডেকে নেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌফিক আহমেদ। তিনি একরামুলকে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করতে বলেন। সব শেষ ইউনিয়ন স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়ার আশ্বাস দিয়ে প্রাণি সম্পদ কর্মকর্তার কাছে পাঠান। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা তাকে কোনো সুযোগ নেই বলে জানান।

একরামুল আবেগআপ্লুত হয়ে বলেন, ‘বাপ-দাদার সম্পত্তি সরকারের নামে লিখে দিয়েছি। কমিউনিটি ক্লিনিক হয়েছে। সেখানে অনেক মানুষ সেবা পায়। আমি সরকারকে জমি লিখে দিয়েছি জনসেবার জন্য। প্রতিদানের জন্য নয়। তবুও আমাকে দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।’

 

আরও পড়ুন > কমিউনিটি ক্লিনিকে জমি দান করে কাজ করেন অন্যের দোকানে

ফারুক আলম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়