ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দলীয় ফোরামে বক্তব‌্য দেওয়া উচিত কাদের মির্জার: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ১৪ জানুয়ারি ২০২১   আপডেট: ০৫:৫৮, ১৫ জানুয়ারি ২০২১
দলীয় ফোরামে বক্তব‌্য দেওয়া উচিত কাদের মির্জার: শাজাহান খান

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার বর্তমান সময়ের বক্তব্য সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, ‘মির্জা সাহেবের কোনো বক্তব্য থাকলে তা দলীয় ফোরামে বলা উচিত।’

তিনি আরও বলেন, ‘এভাবে জনসমুখে কোনো কথা বলা উচিত নয়। তার সব অভিযোগও সত্য না। তাও দলীয় ফোরামে আলোচনা হওয়া উচিত।’ 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে মাদারীপুর ডায়াবেটিক হাসপাতালের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

গণপূর্ত গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হোসেন, গণপূর্ত সার্কেল গোপালগঞ্জের তত্ত্বাবধায় প্রকৌশলী মো. মশিউর রহমান, মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম খান, প্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈদ্য প্রমুখ।

বেলাল রিজভী/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়