ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জয়পুরহাটে জব্দ হওয়া ৭৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ১৬ জানুয়ারি ২০২১  
জয়পুরহাটে জব্দ হওয়া ৭৫ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবির কয়া সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে ৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পরে জব্দকৃত ইলিশগুলো উপজেলার বিভিন্ন এলাকার তিনটি এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে মাছগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ২০ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন, বাংলাদেশ থেকে ৭৫ কেজি ইলিশ মাছ চোরাই পথে ভারতে পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইলিশ মাছগুলো উদ্ধার করা হয়। তবে বিজিবির অভিযানের আগে পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে মাছগুলো এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

এসময় কয়া ক্যাম্পের আলমগীর হোসেনসহ বিজিবির সদস্য ও এতিমখানার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শামীম/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়