ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মধুমতিতে বালুবোঝাই ট্রলার ডুবে ২ শ্রমিক নিখোঁজ

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ১৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:০৫, ১৭ জানুয়ারি ২০২১
মধুমতিতে বালুবোঝাই ট্রলার ডুবে ২ শ্রমিক নিখোঁজ

গোপালগঞ্জে মধুমতি নদীতে বালুবোঝাই এক ট্রলার ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের তালা বালু ঘাটে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

রোববার (১৭ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শ্রমিকরা হলেন— বিল্লাল সুকানী (৪০) ও মো. রিপন ২২)। এদের বাড়ি ভোলা জেলায়।

ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, রাতের বেলায় জোয়ারের সময় শ্রমিকেরা তালা বালু ঘাটে নোঙ্গর করে বালু ভর্তি এক ট্রলার। পরে শ্রমিকরা ট্রলারের মধ্যে ঘুমিয়ে থাকলে ভাটার সময় ট্রলারটির সামনের অংশ উঁচু হয়ে পিছনের কেবিনের অংশ পানিতে ডুবে যায়।

এতে ট্রলারে থাকা ৩ শ্রমিকের মধ্যে এক শ্রমিক তীরে উঠতে পারলেও বিল্লাল সুকানী ও মো. রিপন নিখোঁজ হয়।

খবর পেয়ে রোববার সকালে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে রিপোর্ট লেখা পযর্ন্ত উদ্ধার অভিযান চললেও নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

বাদল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়