ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নদী থেকে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২৭ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:৩৬, ২৭ জানুয়ারি ২০২১
নদী থেকে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে আব্দুস শহীদ (৫০) নামে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আব্দুস শহীদ উপজেলার ছনখলা গ্রামের মৃত আবু চানের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জানান, মঙ্গলবার বিকেলে তার নেতৃত্বে উপজেলার ১ নম্বর গাজীপুর  ইউনিয়নের খেতামারা এলাকায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুস শহীদকে আটক করা হয়। পরে সন্ধ্যায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

মামুন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়