ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চাঁদপুরের উপসহকারী কৃষি কর্মকর্তারা ৩ দিনের প্রশিক্ষণে

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২১  
চাঁদপুরের উপসহকারী কৃষি কর্মকর্তারা ৩ দিনের প্রশিক্ষণে

কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণ প্রকল্পে ৩ দিনের প্রশিক্ষণে রয়েছেন চাঁদপুর জেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা। 

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় চাঁদপুরের মৎস গবেষণা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রকল্পের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মনোজিত কুমার মল্লিক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কীটপতঙ্গ ও রোগের বিকাশ এবং প্রাদুর্ভাবের উপর আবহাওয়ার প্রভাব, আবহাওয়া এবং শস্য কৌশল, আবহাওয়া ও জলবায়ু তথ্যের অর্থনৈতিক মূল্য, বামিস পোর্টাল, কিওস্কের পরিচয়, শস্য ও আবহাওয়ার সম্পর্ক বোঝা, বিভিন্ন রোগ ও জলবায়ুর অবস্থার সঙ্গে তাদের সম্পর্ক ও দলগত কাজের উপর বিস্তৃত আলোচনা করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নীতকরণ প্রকল্পের পরিচালক ড. শাহ কামাল। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. জামাল উদ্দিন।

জেলার উপসহকারী কৃষি অফিসার নরেশ চন্দ্র দাসের উপস্থাপনায় জেলার সকল উপজেলার মাঠ পর্যায়ের ৩০ জন উপ-সহকারী কৃষি অফিসার এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

জয়/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়