ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হিলি স্থলবন্দরে পৌনে ২ লাখ মেট্রিকটন পাথর আমদানি 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১০:০১, ৫ ফেব্রুয়ারি ২০২১
হিলি স্থলবন্দরে পৌনে ২ লাখ মেট্রিকটন পাথর আমদানি 

জানুয়ারি মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১ লাখ ৮০ হাজার ২৮০ মেট্রিকটন পাথর আমদানি হয়েছে। যার রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি, ১০ লাখ ১৮ হাজার টাকা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) সাইদুল আলম।

হিলি সিঅ‌্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী রাইজিংবিডিকে বলেন, ‘রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিলটি আমার এলসির মাধ্যমে ভারত থেকে পাথর আমদানি করছে।  এবন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে। সম্প্রতি এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বেড়েছে।’

ডেপুটি কমিশনার সাইদুল আলম রাইজিংবিডিকে জানান, এবন্দরে বর্তমান পাথরের আমদানি বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারি মাসে মোট পাথর আমদানি হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৮০ মেট্রিকটন। আর এ থেকে সরকারি রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা। পাথরের পাশাপাশি অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। 

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়