ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বান্দরবানে হোটেল নির্মাণের প্রতিবাদে ম্রোদের লংমার্চ

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২১  
বান্দরবানে হোটেল নির্মাণের প্রতিবাদে ম্রোদের লংমার্চ

বান্দরবানের থানচি উপজেলার নাইতং পাহাড়ের কাপ্রু পাড়া এলাকায় পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে ৩০ কিলোমিটার লংমার্চ করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ম্রো সম্প্রদায়।

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চিম্বুক এলাকা থেকে লংমার্চ করে দুপুর আড়াইটায় বান্দরবান শহরের রাজার মাঠে আসেন। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

লংমার্চে ম্রো জনগোষ্ঠীর নারী-পুরুষ বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। বান্দরবানের চিম্বুক পাহাড় ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসা ম্রো জনগোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী বাঁশের বাঁশি বাজিয়ে আধুনিক হোটেল নির্মাণের প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, বান্দরবানের নাইতং পাহাড়ের কাপ্রু পাড়া এলাকায় পাঁচ তারকা হোটেল নির্মাণ হলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ম্রো সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে এবং তারা তাদের জমি থেকে উচ্ছেদ হয়ে যাবে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য্যও নষ্ট হবে। এই হোটেল নির্মাণ বন্ধে সরকারের হস্তক্ষেপ চান ম্রোরা। 

বান্দরবানের নীলগিরির নাইতং পাহাড় এলাকার চন্দ্র পাহাড়ে সিকদার গ্রুপ পাঁচ তারকা মানের হোটেল তৈরির কাজ শুরু করেছে।

বান্দরবান/এস বাসু দাশ/এসএন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়