ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্লিনিকে রোগীর শ্লীলতাহানীর চেষ্টা, টেকনোলজিস্ট আটক

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২১  
ক্লিনিকে রোগীর শ্লীলতাহানীর চেষ্টা, টেকনোলজিস্ট আটক

জামালপুরের বকশীগঞ্জে ক্লিনিকের এক্সরে কক্ষে টেকনোলজিস্টের বিরুদ্ধে এক নারীর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১২ফেব্রুয়ারি) সন্ধ্যায় বকশীগঞ্জ মালীবাগ মোড় এলাকার হেলথ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত এক্সরে টেকনোলজিস্ট শেখ ফরিদ শেরপুরের বটতলা চৈতনখোলা গ্রামের সুরুজ আলীর ছেলে।

রোগীর অভিযোগ, ওই ক্লিনিকে তিনি এক্সরে করাতে এলে টেকনোলজিস্ট শেখ ফরিদ কক্ষের দরজা বন্ধ করে দিয়ে তার শ্লীলতাহানী করার চেষ্টা করেন। পরে রোগীর ডাক-চিৎকারে বাইরে অপেক্ষামান স্বামী গিয়ে প্রতিবাদ করলে তাকে ও তার স্বামীকে মারধর করে ক্লিনিকের একটি কক্ষে আটকে রাখা হয়। এ ঘটনায় পুলিশের বিশেষ সেবা ৯৯৯ তে ফোন দিয়ে অভিযোগ করলে বকশীগঞ্জ থানা পুলিশ রোগী ও তার স্বামীকে উদ্ধার করে।  এ সময় শ্লীলতাহানীর অভিযোগে এক্সরে টেকনোজিস্টকেও আটক করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট রাতে জানান, রোগীর অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সেলিম আব্বাস/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়