ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর ব‌্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অ‌্যাকশনে যাচ্ছে পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:২৪, ১৯ ফেব্রুয়ারি ২০২১
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর ব‌্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অ‌্যাকশনে যাচ্ছে  পুলিশ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব‌্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব‌্যবস্থা নিচ্ছে থানা পুলিশ। এরই অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারির পর  ব‌্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।  জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী এই তথ‌্য নিশ্চিত করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি ‘বাহনের রাজ‌্যে ব‌্যাটারিচালিত রিকশার দৌরাত্ম‌্য’ শিরোনামে রাইজিংবিডিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী এসব বাহনের বিরুদ্ধে অভিযান চালানোর উদ‌্যোগ নেন।

এই প্রসঙ্গে ওসি বলেন, ‘অটোরিকশা শ্রমিক ও তাদের সমিতিকে দেওয়া হয়েছে, ব‌্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে।  সমিতির কল্যাণ ফান্ডের নামে মাসিক যে চাঁদা আদায় করা হয়, সেটাও বন্ধ করতে হবে।’ 

ওসি আরও বলেন, ‘লাইসেন্সবিহীন কোনো অটোরিকশা সড়কে চলতে পারবে না। যদি সড়কে লাইসেন্সবিহীন অটোরিকশা চলে, তাহলে সেগুলোকে আটক করা হবে।’

পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নতুন করে অটোরিকশার নিবন্ধন না নিতে অনুরোধ করা হয়েছে বলেও ওসি জানান।   

সাইফুল্লাহ হাসান/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়