ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অটোরিকশার চালকদের হামলায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২১  
অটোরিকশার চালকদের হামলায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিলেটে ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে সিএনজিচালিত অটোরিকশার চালকদের হামলায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত মওদুদ আহমেদ (৩৫) সিলেটের জৈন্তাপুর উপজেলায় অগ্রণী ব্যাংকের হরিপুর গ্যাস ফিল্ড শাখায় অফিসার (ক্যাশ) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের টেংগুরিপাড়া গ্রামে।

পুলিশ জানায়, শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে সিলেট নগরের বন্দর বাজার কালেক্টরেট জামে মসজিদের সামনে মারধরের শিকার হন মওদুদ। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে পৌনে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) নিহতের বড় ভাই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি অটোরিকশাচালক নোমান হাছনুরের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করেছেন। এজাহার নামীয় হাছনুর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের টুকেরগাঁও পশ্চিম পাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, হামলার খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ির আইসি মোস্তাফিজুর রহমানসহ এক দল পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে একজনকে শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

নোমান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়