ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর পানি পাচ্ছেন রোগীরা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ৩ মার্চ ২০২১   আপডেট: ১৩:০৭, ৩ মার্চ ২০২১
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর পানি পাচ্ছেন রোগীরা

‘পানি নেই হিলি হাসপাতালে,দুর্ভোগে রোগীরা’ শিরোনামে গত সোমবার (১ মার্চ) দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর পানি পাচ্ছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের রোগীরা।

বুধবার (৩ মার্চ) সকালে হাসপাতাল ঘুরে ও রোগীদের সঙ্গে কথা বলে এই তথ‌্য নিশ্চিত হওয়া গেছে।

রোগীরা জানান, এখন তারা পর্যাপ্ত পানি পাচ্ছেন। তাদের পানি নিয়ে আর দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

মহিলা ওয়ার্ডে সিনিয়র নার্স নীলিমা কিসপাট্টা রাইজিংবিডিকে জানান, সোমবারে মোটার নষ্টের কারণে পানি ছিলো না। পরে সেদিনই পানির ব্যবস্থা করা হয়েছে।

হিলি হাসপাতালের মেডিক্যাল অফিসার (আরএমও) গদ্দাফি রাইজিংবিডিকে জানান, সোমবার সন্ধ্যা থেকেই এই মহিলা ওয়ার্ডের রোগীরা পানি পাচ্ছেন। এখন কোনো সমস্যা নেই।

হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান রাইজিংবিডিকে বলেন,  ‘গত সোমবার রাইজিংবিডিতে ‘হাসপাতালে পানি নেই, রোগীরা দুর্ভোগে আছে’  নিউজটি দেখার পর দ্রুত ব্যক্তিগত তহবিল থেকে পানির পাম্পটি মেরামত করি। কেননা এসব মেরামতের জন্য জেলা থেকে মিস্ত্রি আসবে,এতে অনেক সময়ের ব্যাপার। মানবিক চিন্তা করে দ্রুত পাম্পটি মেরামত করি। সোমবার সন্ধ্যার পর থেকে মহিলা ওয়ার্ডে রোগীরা পানি পাচ্ছেন, পানি নিয়ে আর দুর্ভোগ পোহাতে হচ্ছে না রোগীদের।’

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়