ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বান্দরবানে সাড়ে ৩ কোটি টাকার আফিম উদ্ধার

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ৯ মার্চ ২০২১   আপডেট: ২২:২৯, ৯ মার্চ ২০২১
বান্দরবানে সাড়ে ৩ কোটি টাকার আফিম উদ্ধার

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে তিন কোটি টাকার আফিম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লেংরাও ম্রো (১৯) নামে এক মাদক ব‌্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে র‌্যাব এবং বিজিবি যৌথভাবে থানচি উপজেলার সাংগু ব্রিজ সংলগ্ন মাইক্রো স্টেশনের পাশে অভিযান পরিচালনা করে। সেসময় তিন কেজি ৭০০ গ্রাম আফিমসহ লেংরাও ম্রোকে আটক করা হয়। 

বান্দরবানের থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। 

উদ্ধারকৃত আফিম

তিনি জানান, মঙ্গলবার দুপুরে র‌্যাব-৭ এর মেজর মো. মুশফিকুর রহিমের নেতৃত্বে র‌্যাবের ১২ জন এবং বলিপাড়া বিজিবির হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ জনের একটি টহলদলসহ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে তিন কেজি ৭০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন কোটি ৫০ লাখ টাকা।

অভিযানে আটক মাদক ব্যবসায়ী লেংরাও ম্রোকে থানচি থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থানচি থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানান সাইফুদ্দিন আনোয়ার।

বাসু দাশ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়