ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বসুরহাটে সংঘর্ষে নিহত আলাউদ্দিনের দাফন সম্পন্ন

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ১০ মার্চ ২০২১  
বসুরহাটে সংঘর্ষে নিহত আলাউদ্দিনের দাফন সম্পন্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত সিএনজি চালক ও যুবলীগকর্মী মো. আলাউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকালী গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, বিকাল ৪টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হয় আলাউদ্দিনের মরদেহ। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বাড়ির সামনে জানাজা শেষে বাদলের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ‌্য, মঙ্গলবার (৯ মার্চ) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ‌্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়। রাতেই তাকে নোয়াখালী জেরারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাওলা সুজন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়