ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মানিকগঞ্জে মাস্ক না পরায় ২৩ জনের জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১৪ মার্চ ২০২১  
মানিকগঞ্জে মাস্ক না পরায় ২৩ জনের জরিমানা

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাস্ক না পড়ায় ২৩ জনকে প্রায় ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ মার্চ) বিকেলে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম রুহুল আমিন রিমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন।

ইউএনও রুহুল আমিন রিমন বলেন, মন্ত্রপরিষদের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় টেপড়া বাসস্ট্যান্ডে বাসের যাত্রী, হেলপার ও চালক মাস্ক না পরায় জরিমানা করা হয়েছে।

এছাড়াও টেপড়া বাজার এলাকায় মাস্ক না পরায় দোকানিদের জরিমানা করা হয়। মোট ২৩টি মামলায় ২৩ জনকে ১২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ইউএনও রুহুল আমিন রিমন। 

চন্দন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়