ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

৯৯৯ সাহায্য চাওয়ায় যুবকের ওপর হামলার ঘটনায় সেই এসআই প্রত্যাহার

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১৫ মার্চ ২০২১   আপডেট: ১২:১৮, ১৫ মার্চ ২০২১
৯৯৯ সাহায্য চাওয়ায় যুবকের ওপর হামলার ঘটনায় সেই এসআই প্রত্যাহার

জরুরি নাগরিক সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্যের বদলে উল্টো সন্ত্রাসী হামলার শিকার হয়ে আসাদুল হক নামের এক যুবক আহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ভেড়ামারা থানার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সেই উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারের পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের হয়েছে।  
রোববার (১৪ মার্চ) কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলার শিকার আসাদুল জানান, গত ১২ মার্চ সকাল ৯টার দিকে জুনিয়াদাহ এলাকায় তার বাড়ির পাশে পদ্মা নদীতে হঠাৎ গোলা-গুলির শব্দ শোনা যায়।। গুলির শব্দ শুনে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পে সাহায্য চান। কিন্তু ক্যাম্প পুলিশের কোনো সাড়া না মেলায় তিনি জাতীয় জরুরি সেবা সার্ভিস ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি অবহিত করি।

সেখান থেকে তাকে ভেড়ামারা থানার ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। সন্ত্রাসীরা  পিস্তল, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে চাঁদাবাজি করছিল, সেটি ছিল ভেড়ামারা থানার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের আওতায়।

ভেড়ামারা থানার ডিউটি অফিসার তার নাম ও মোবাইল নম্বরটি তৎক্ষণাৎ কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীরকে দেন। তার মোবাইল নম্বর পাওয়ার পর কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সন্ত্রাসীদের সতর্ক করে দেন এবং তার নাম-পরিচয় তাদের কাছে প্রকাশ করে দেন। পরে তাকে মোবাইলে ফোন করে ওই পুলিশ কর্মকর্তা হুমকির সুরে বলেন- ‘তুই ফাজলামি করিস, আমি খবর নিয়ে দেখেছি এলাকায় কোনো ঘটনা ঘটেনি’। এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।

এর কিছুক্ষণের মধ্যেই সন্ত্রাসীরা ঘটনাস্থলের পাশে তাকে পিস্তল, রামদাসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা করে। এ সময় আশপাশের কৃষকরা ছুটে ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  এ ঘটনায় গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভেড়ামারা থানায় ভুক্তভোগী আসাদুল হক (২৮) আলমগীর, মামুন, মিলন, শাকিল, রুবেল, আসমান, রাবিকসহ আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় অভিযুক্ত এসআই জাহাঙ্গীর হোসেনকে রোববার সকালে প্রত্যাহার করে নেওয়া হয়।

কাঞ্চন\বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়