ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জেএমবি সদস্য গালিবের ১০ বছর কারাদণ্ড

রাঙামাটি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ১৫ মার্চ ২০২১   আপডেট: ১৭:২৬, ১৫ মার্চ ২০২১
জেএমবি সদস্য গালিবের ১০ বছর কারাদণ্ড

রাঙামাটিতে বোমা বিস্ফোরণের মামলায় জেএমবি সদস্য শামীম হোসেন গালিবের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ মার্চ) দুপুরে রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইফুল এলাহী এই রায় ঘোষণা করেন।

জেলার সরকারি আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, ২০০১ সালে রাঙামাটি শহরেও বোমা বিস্ফোরণের মামলার একমাত্র আসামি গালিবের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই দণ্ড দিয়েছেন। 

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য গালিব ইতোমধ্যে ১৫ বছর ৬ মাস কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় পুলিশি পাহারায় তাকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর একইভাবে তাকে চট্টগ্রামে নেওয়া হয়।

রাঙামাটির সিনিয়র আইনজীবী মোখতার আহাম্মেদ জানান, ২০০১ সালে রাঙামাটি শহরের হোটেল ড্রিমল্যান্ডে বোমা বিস্ফোরণের মামলায় গালিবকে একমাত্র আসামি করা হয়।

গালিব সাতক্ষীরার সদর উপজেলার ইটাগাছা গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে। 

বিজয়/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়