ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ভারত থেকে হিলি রেল স্টেশনে এসেছে ৩১ চালের ওয়াগন 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ২২ মার্চ ২০২১   আপডেট: ১২:৩২, ২২ মার্চ ২০২১
ভারত থেকে হিলি রেল স্টেশনে এসেছে ৩১ চালের ওয়াগন 

ভারত থেকে ৩১টি ওয়াগনে ১ হাজার ৮২৯ মেট্রিকটন চাল আমদানি হয়েছে দিনাজপুরের হিলি রেল স্টেশনে। যা থেকে রেল ভাড়া পেয়েছে ১০ লাখ ৮৮ হাজার ২৫৫ টাকা।

সোমবার (২২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী।

তপন কুমার চক্রবর্তী রাইজিংবিডিকে জানান, গত ১৮ মার্চ থেকে হিলি রেলস্টেশনে ভারত থেকে বেনাপোল হয়ে চাল আমদানি শুরু হয়েছে। ১৮ মার্চে ২১টি ওয়াগন ও ২০ মার্চ ১০টি, মোট ৩১টি চালবোঝাই ওয়াগন এই রেলস্টেশনে এসে পৌঁছায়।  ৩১টি ওয়াগনে ১ হাজার ৮২৯ মেট্রিকটন চাল আমদানি হয়েছে। আর তা থেকে সরকার ভাড়া পেয়েছে ১০ লাখ ৮৮ হাজার ২৫৫ টাকা।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়