ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড় সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২৯ মার্চ ২০২১   আপডেট: ১৩:৩০, ২৯ মার্চ ২০২১
বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মুসলিমদের শবে বরাত এবং হিন্দুদের ধর্মীয় উৎসব হোলি উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর ‘বাংলাবান্ধা’ দিয়ে দুই দিন বন্ধ থাকবে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

সোমবার (২৯ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।

সভাপতি জানান, পঞ্চগড় আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন ও শিলিগুড়ি নর্থবেঙ্গল এক্সপোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে সোমবার ও মঙ্গলবার (২৯, ৩০ মার্চ) মোট দুই দিন এই স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে আগামী বুধবার (৩০ মার্চ) সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানির কার্যক্রম স্বাভাবিক থাকবে।

নাঈম/রাখী/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়