ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যশোর পৌরসভার নির্বাচন: কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৩০ মার্চ ২০২১  
যশোর পৌরসভার নির্বাচন: কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম

ফাইল ছবি

যশোর পৌরসভার নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী সরঞ্জাম।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর থেকে যশোর পৌর কমিউনিটি সেন্টার থেকে এসব সরঞ্জাম হস্তান্তর করে জেলা নির্বাচন অফিস। 

প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বুঝে নিয়ে কেন্দ্রের উদ্দেশে চলে যান।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর জানান, আগামীকাল বুধবার (৩১ মার্চ) যশোর পৌরসভার ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। সেই লক্ষ্যে ৪৭৯টি ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রের জন্য অতিরিক্ত আরও ৫০ শতাংশ ইভিএম সরবরাহ করা হয়েছে।

তিনি আরও জানান, এ নির্বাচনে এক হাজার ৪৫০ জন নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক হাজার ২০০ সদস্য কাজ করবেন।

যশোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে বিএনপির প্রার্থী ইতোমধ্যে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

পৌরসভার এক লাখ ৪৬ হাজার ৫৯২ জন ভোটার প্রথমবারের মতো ইভিএমএ ভোট প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবেন।

রিটন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়