ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তীরে তোলা হলো দুর্ঘটনাকবলিত লঞ্চটি, স্বজনদের আহাজারি  

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:০১, ৫ এপ্রিল ২০২১
তীরে তোলা হলো দুর্ঘটনাকবলিত লঞ্চটি, স্বজনদের আহাজারি  

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যাওয়া লঞ্চটি তীরে তোলা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। 

সোমবার (৫ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ‘সাবিত আল হাসান’ নামে লঞ্চটি তীরে তোলা হয়। এ সময় নিখোঁজ যাত্রীদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা রোববার রাত থেকেই নদীর তীরে অপেক্ষা করছিলেন। 

উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, দুর্ঘটনাকবলিত লঞ্চের ভেতরে অনেক লাশ আটকে আছে।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থল থেকে সংবাদ সম্মেলন করে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

সংবাদ সম্মেলনে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, রোববার সন্ধ‌্যা ৬টার দিকে একটি কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এরপর থেকে উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধার অভিযানে অংশ নেন বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড, দমকল বাহিনী, নৌ ও থানা পুলিশের উদ্ধারকর্মীরা। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

## শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ২৬ জনের লাশ উদ্ধার

## শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

## শীতলক্ষ্যায় লঞ্চডুবি: ৫ নারীর মরদেহ উদ্ধার 

## শীতলক্ষ্যায় লঞ্চডুবি: উদ্ধার কাজ শুরু 

## শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রীসহ লঞ্চডুবি 

ঢাকা/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়