ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গোবর নিয়ে ঝগড়ায় নারী নিহত: মামলা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ৮ এপ্রিল ২০২১  
গোবর নিয়ে ঝগড়ায় নারী নিহত: মামলা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রতনপুর গ্রামে গোবর নিয়ে ঝগড়ায় টেঁটা বিদ্ধ হয়ে সামছুন্নাহার (৫০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) এ বিষয়ে একটি হত্যা মামলা করে নিহতের ছেলে।

এর আগে ৪ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামছুন্নাহারের মৃত‌্যু হয়। তিনি বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত জহুর আলীর স্ত্রী। 

এ ঘটনায় সামছুন্নাহারের ননদ জরিনা বেগম আহত হন। তিনি ওই গ্রামের হাদিস মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, সামছুন্নাহার জরিনার বড় ভাইয়ের স্ত্রী। গত ২ এপ্রিল জরিনার উঠানে রাখা গরুর গোবর নষ্ট করে সামছুন্নাহারের একটি মুরগি। এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে ঝগড়া হয়। পরে পরিবারের অন‌্যরাও ঝগড়ায় জড়িয়ে পড়ে। ঝগড়া চলাকালে সামছুন্নাহার জরিনার মাথায় দা দিয়ে কোপ দেয়। এ ঘটনা দেখতে পেয়ে জরিনার ছেলে সামছুন্নাহারকে টেঁটা দিয়ে আঘাত করে। 

পরে এলাকাবাসী এগিয়ে গিয়ে আহত দুই নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব‌্যরত চিকিৎসক তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ এপ্রিল সামছুন্নাহারের মৃত‌্যু হয়। এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সুবিদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু মোকসেদ বলেন, ‘সামছুন্নাহারের মৃত‌্যু এবং মামলার সংবাদ পেয়ে জরিনা সিলেটের হাসপাতাল থেকে পালিয়েছেন। এ নিয়ে পুলিশ তদন্ত করছে।’

মামুন চৌধুরী/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়