ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সৈকতে আবারও ভেসে এলো মৃত তিমি 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:০০, ১০ এপ্রিল ২০২১

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও একটি মৃত তিমি ভেসে এসেছে।

শনিবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে হিমছড়ি সৈকতে এই তিমিটি ভেসে আসে।

এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে আরও একটি মৃত তিমি হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এসেছিল।

বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত তিমিটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমিয়েছে। মৃত তিমি মাছটিকে তারা তাদের মুঠোফোনেও ধারণ করছেন।

কক্সবাজার সমুদ্রসম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান জানান, তিমিটির ওজন আনুমানিক ২০ টনের মতো হবে। তবে দুটি কারণে তিমি মাছ মারা যায়। প্রথমত, বয়সকাল পার হলে তিমি মারা যেতে পারে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের  সময় আঘাতের কারণে তিমিটি মারা যেতে পারে। এই তিমিটি কী কারণে মারা গেলো তা জানতে হবে।

দীপক শর্মা দিপু জানান, এর আগে ১৯৯৬ ও ২০০৮ সালে আরও ২টি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। এসব তিমি সমুদ্রে জলযান চলাচলের সময় আঘাতের কারণেও মারা যেতে পারে। যা খতিয়ে দেখা উচিত।

রুবেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়