ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গাজীপুরে মৃত বেড়ে ১৫৪, আক্রান্ত ৯০৪৫

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১০:১৩, ১৬ এপ্রিল ২০২১
গাজীপুরে মৃত বেড়ে ১৫৪, আক্রান্ত ৯০৪৫

গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে আরো একজনের। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১শ ৫৪ জনে।

অন্যদিকে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৮ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫ জনে।   

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

জেলা সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৭৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৭৮ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরমধ্যে রয়েছেন গাজীপুর সদর উপজেলায় ৪৩ জন, শ্রীপুর উপজেলায় ২৩ জন, কাপাসিয়া উপজেলায় ৭ জন ও কালিয়াকৈর উপজেলায় একজন। তবে নতুন করে কালীগঞ্জ উপজেলায় কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি।

সিভিল সার্জন জানান, গাজীপুর জেলায় এ পর্যন্ত ৭০ হাজার ২শ ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন গাজীপুর সদর উপজেলার ৫ হাজার ৯শ ৬৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৭শ ৪ জন, কালিয়াকৈর উপজেলায় ৯শ ৭ জন, কাপাসিয়া উপজেলায় ৫শ ৯৩ জন ও শ্রীপুর উপজেলায় ৮শ ৭২ জন।

মোট আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৯শ ৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১শ ৫৪ জন।

রফিক/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়