ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শিমুলিয়া ঘাটে যানবাহনের সারি, ১৬ ফেরি সচল

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ৩০ এপ্রিল ২০২১  
শিমুলিয়া ঘাটে যানবাহনের সারি, ১৬ ফেরি সচল

দেশে লকডাউনের মধ্যে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে পারের জন্য ঘাটে কয়েকশত ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক অপেক্ষায় ছিলো।

করোনা সংক্রমণরোধে দেশে সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।  

গত কয়েকদিন ঢাকামুখী যাত্রীর চাপ থাকলেও শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গগামী ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বাড়তে থেকে ঘাট এলাকায়। সকাল থেকে কয়েকশত যানবাহন অবস্থান করছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান। 

ঘাটের সহকারী ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বহরে থাকা ১৬টি ফেরি বর্তমানে সচল রয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহনের চাপ বেড়েছে। তবে যাত্রী চাপ তেমন বাড়েনি। কেউ কেউ আবার ঈদকে কেন্দ্র করে আগে বাড়ি ফিরছেন। প্রথমে ছোটগাড়িগুলো পার করা হয়েছে, পর্যায়ক্রমে সব গাড়ি পার করা হবে। 

এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে কিছু স্পিডবোট ও ট্রলার চলাচল করতে দেখা গেছে। যাত্রীদের স্বাস্থ্যিবিধি মানতে দেখা যায়নি। 
 

রতন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়