ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টঙ্গীতে বিআরটি প্রকল্পের পিলারে কাভার্ড ভ্যানের ধাক্কা 

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৭ মে ২০২১  
টঙ্গীতে বিআরটি প্রকল্পের পিলারে কাভার্ড ভ্যানের ধাক্কা 

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) প্রকল্পের নির্মাণাধীন পিলারে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিয়েছে। এতে পিলারের ওপরে থাকা লোহার এঙ্গেল নিচে পড়েছে।

বৃহস্পতিবার (৬ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় বিআরটি প্রকল্পে নির্মাণ কাজ চলছে। একটি কাভার্ড ভ্যান বিআরটি প্রকল্পের পিলারে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পিলারটি ভেঙে পড়ে। এ সময় পিলারের ওপরে স্থাপিত লোহার স্লাবগুলো কাভার্ড ভ্যানের ওপর ছিটকে পড়ে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিআরটি প্রকল্পের কর্মীদের সহায়তায় স্লাবগুলো মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসী বলছে, প্রতিনিয়ত এমন ছোটখাট দুর্ঘটনা ঘটছে। রাতে বিআরটিসির দ্বিতল বাসের সঙ্গেও পিলারের ধাক্কা লাগে। তবে এতে ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে সেখানে উপস্থিত ট্রাফিক পুলিশের সার্জেন্ট নুরুল ইসলাম জানান, হঠাৎ কাভার্ড ভ্যানটি এ পথে ঢুকে পড়ে। সেখানে বিআরটি প্রকল্পের নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিল না বলে এই দুর্ঘটনা ঘটে। প্রায় আধঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান সার্জেন্ট নুরুল ইসলাম। 

বিআরটি প্রকল্পের কোনো কর্মকর্তা দুর্ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি।
 

করিম/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়